Posts

NU Honours 2nd Year Exam 2019 Postponed Noticea

Image
NU Honours 2nd Year Exam 2019 Postponed Notice has been published on the National University official website nu.ac.bd. NU Honours 2nd Year Exam 2019 Postponed Notice says National University Honours 2nd Year Exam 2019 one exam has ben Postponed of the National University honours 2nd-year students. Get all information see the original notice which is given below;  ২০১৯ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। National University Recent News Circular 2018 has published by the authority. National University has published on the post. NU Recent News Masters Notice Board circular and NU Recent Honours News Notice Board for who are waiting for This Notice. This NU Recent Degree News Notice Board is Very Important For NU Students. Those, who want to work, they should be taken out of this National University Notice Board. National University is a renowned Institute in Bangladesh. National University Admission, Results, Routine,

National University Honours 2nd Year Exam Routine 2019 new Exam Routing

Image
National University Honours 2nd Year Exam Routine We will be published the exam routine after declaring from National University office. So, stay here for getting the National University Honours 2nd Year Exam Routine 2019 in time. National University Honours 2nd Year Exam Routine for academic session 2018-2019 will publish within three weeks. You will be getting the National University Honours 2nd Year Exam Routine 2018 from National University official website at www.nu.edu.bd or National University notice board. National University Honours Second Year Exam Routine 2019  still not published. National university is not yet publishes any notice about National University Honours 2nd Year Exam routine on their website. Most probably this year Honours Second Year Exam will be started from 14th November 2019 . National university 2nd year exam routine 2019 Last year National University  Honours 2nd Year Special Exam was started on 26th Oc

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ ও ১১ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত

Image
National University Exam Suspended Notice 2019 National University Exam Suspended Notice 2019 has been publishing on different media for Siclon BULBUL. Main Notice has been publish at nubd website www.nu.ac.bd .  You can get more information  about National University Exam Stop/ Suspended notice has been given below: ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ ও ১১ নভেম্বর অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা সমুহের তারিখ ও সময় পরবর্তিতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে। এসব পরীক্ষা সমুহের অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় National University Bangladesh

বুলবুলের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

Image
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবার ১১ নভেম্বরের সকল পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা, কেননা এখান থেকে আমরা অনেক অজানা ও শিক্ষনীয় বিষয়গুলো সম্পর্কে জানতে ও শিখতে পারি।তাইতো আজ আপনাদের মাঝে দারুন একটা ইউটিউব সেটিংস শেয়ার করবো। এর আগে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবারের ৯ নভেম্বরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা স্থগিত করা হয়। শুক্রবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান তথ্য কর্মকর্তা ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থগিত পরীক্ষাসমুহের তারিখ ও সময় পরবর্তিতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ ও ১১ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত  

এবার আপনার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইব হাইড করে রাখু

Image
আসসালামু আলাইকুম ,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা, কেননা এখান থেকে আমরা অনেক অজানা ও শিক্ষনীয় বিষয়গুলো সম্পর্কে জানতে ও শিখতে পারি।তাইতো আজ আপনাদের মাঝে দারুন একটা ইউটিউব সেটিংস শেয়ার করবো।               তো সেটিংসটি হলো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইব হাইড করবেন অর্থাৎ আপনি ছাড়া সেটা আর কেউ দেখতে পাবেনা।অনেক সময় লক্ষ্য করেন আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন আমাদের সাবসক্রাইব থাকে আর অল্প কিছু থাকলেও সেটা সবাই দেখতে পায়।মনে করেন আপনার চ্যানেলে কোনো নতুন দর্শক আসলো তখন যদি দেখে আপনার সাবসক্রাইব কম তখন তারা আপনার ভিডিওটি দেখে চলে যাবে কিন্তু চ্যানেলটি সাবসক্রাইব করবে না।এমনকি লোকটি যদি আপনি নিজেও হয়ে থাকেন তাহলে আপনিও তার চ্যানেলটি সাবসক্রাইব করবেন না।আর এজন্য বেশি বেশি সাবসক্রাইব পেতে সাবসক্রাইব হাইড করে রাখা অত্যন্ত জরুরী ফলে আপনার চ্যানেলের সাবসক্রাইব অন্য কেউ দেখতে পাবেনা এবং আপনি নতুন নতুন সাবসক্রাইবার পাবেন।আর বেশি কথা না বলে চলুন দেখিয়ে দিই কিভাবে

সুস্থ থাকতে গ্রিন টি প্রতিদিন

Image
সুস্থ থাকতে গ্রিন টি প্রতিদিন গ্রিন টি-কে বলা হয় ম্যাজিক ড্রিংক। ওজন কমানো থেকে শুরু করে হার্ট ভালো রাখতে এই পানীয়র জুড়ি নেই। তবে অতিরিক্ত গ্রিন টি আবার ক্ষতিকর। পরিমিত পরিমাণে পান করলে এই পানীয় অত্যন্ত স্বাস্থ্যকর বলে জানিয়েছেন পুষ্টিবিদেরা। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত গ্রিন টি পান করতে পারেন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে গ্রিন টি। এটি ‘মেটাবলিক সিস্টেম’ ফাংশনের উন্নতি ঘটায়। সেই সাথে এতে থাকা পলিফেনল ইনসুলিনের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একেবারেই কমে যায়। ক্যান্সারের মতো মারণব্যাধি থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত গ্রিন টি পান করার পরামর্শ দেয়া হয়। এতে থাকা ‘ইজিসিজ’ নামক উপাদান ক্যান্সার সেলকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওজন নিয়ন্ত্রণে রাখতেও এই পানীয় পানের বিকল্প নেই। প্রতিদিন গ্রিন টি পান করলে হার্ট ভালো থাকে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত গ্রিন টি পান করলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৪৬-৬৫ শতাংশ কমে যায়। প্রতিদিন সকালে গ্রিন টি পান করলে এনার্জি বাড়ে ও মস্তিষ্কের সুস্থতা বজায় থাকে। এ ছাড়া, সক

মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে পাবেন বিস্ময়কর সব উপকারিতা

Image
সাধারণত যে যে প্রাকৃতিক উপাদানগুলি দিন-রাত ২৪ ঘন্টা শরীরকে পাহারা দিয়ে থাকে, তাদের মধ্যে অন্যতম হল আমলকি এবং মধু। সূতরাং আজ থেকেই এই দুটি প্রকৃতিক উপাদানকে একসঙ্গে মিশিয়ে খাওয়া শুরু করুন। দেখবেন ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারবে না। আসলে আমলকিতে রয়েছে ভিটামিন সি এবং উপকারি অ্যান্টিঅক্সিডেন্ট, যেখানে মধু নানাবিধ ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ। সেই কারণেই তো প্রতিদিন আমলা রস এবং মধু একসঙ্গে মিশিয়ে খেলে নানা উপকার মেলে। আসুন জেনে নেওয়া যাক কী সেগুলো। বরের প্রকোপ কমায় চিকিৎসকেদের মতে এমন পরিস্থিতিতে নিয়মিত মধু এবং আমলকির রস খেলে জ্বরের দাপট কমে যায়। সেই সঙ্গে হাঁচি-কাশি এবং জ্বর ঠোসার প্রকোপও হ্রাস পেতে শুরু করে। প্রসঙ্গত, জ্বরে আক্রান্ত হওয়ার আগে অনেকেরই গলা ব্যথা হয়ে থাকে। এমন ধরনের সমস্যা কমাতেও আমলকির রস এবং মধু দারুন কাজে আসে। ২. কোলেস্টেরলের মাত্রা কমে যায় শরীরে অতিরিক্ত কোলেস্টেরল বাড়ার কারণে চিন্তায় আছেন? তাহলে আজ থেকেই আমলকি এবং মধু খাওয়া শুরু করুন। দেখবেন উপকার মিলবে। কারণ মধু এবং আমলকির রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারি অ্যামাইনো এসিড রক্তে খারাপ